পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ২:০৫:৪৯
পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল। হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী দল। বৃথা গেল পাক ওপেনার সিদ্রা আমিনের সেঞ্চুরি। এ নিয়ে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে হার দেখলো পাকিস্তান।
টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৭ রান পায় বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার শামীমা সুলতানা ১৭ রান করে ক্রিজ ছাড়লে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে শারমিন ও ফারজানার ৪২ রানের জুটিতে এগোতে থাকে টাইগ্রেসরা। সাবলীল খেলতে থাকা শারমিন ৫৫ বলে ৬ চারে ৪৪ রান করে বিদায় নেন। এরপর নিগারকে নিয়ে তৃতীয় উইকেটে ৯৬ রানের দারুণ জুটি গড়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর পাওয়ায় মুখ্য ভূমিকা রাখেন ফারজানা। ফিফটির কাছাকাছি যাওয়া টাইগ্রেস অধিনায়কের বিদায়ের ভাঙে জুটি। ৬৪ বলে এক চারে ৪৬ রান করে তিনি ফাতিমা সানার বলে লেগ বিফোরে কাটা পড়েন।
তিনে নামা ফারজানা ১১৫ বলে করেন ৭১ রান। যাতে ছিল ৫টি বাউন্ডারির মার। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। শেষ ১০ ওভারে অবশ্য নিগারের দল ৫৯ রানের বেশি তুলতে পারেনি, হারিয়েছে ৪ উইকেট।
Bangladesh beat Pakistan by 9 runs to win their first ever ICC Women’s Cricket World Cup match ????#CWC22 pic.twitter.com/ktZkJXB7DX
— ICC (@ICC) March 14, 2022
জবাবে শুরুতে দারণ সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রানে জুটি গড়ে বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছেন নাহিদা খান ও সিদরা আমিন। ৬৭ বলে ৪৩ রান করে নাহিদা সাজঘরে ফিরলেও আমিন দলের হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফের সাথে। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৪ রানের জুটি। ৪৮ বলে ৩১ রান করে অধিনায়ক বিদায় নিলে পাকিস্তান খেই হারায়। টপ অর্ডার ছাড়া পাকিস্তানের অন্য ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের সামনে। ১৮৩ রানে পাকিস্তান তৃতীয় উইকেট হারানোর পর একে একে উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ।
এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুললেও পাকিস্তানকে জেতাতে পারেননি সিদরা আমিন। ১৪০ বলে ১০৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২৫ রান।
বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাহিমা।