সিলেট নগরীর জেলরোডে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২২, ১২:৫২:২১
সিলেট নগরীর জেলরোড এলাকায় পার্টিক্যাল বোর্ডের তৈরী ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার পাশাপাশি আরো বেশ কিছু বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার রাত নয়টার দিকে জেলরোডস্থ পানসি ইন হোটেলের পার্শ্ববর্তী একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় ২০ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আবাসিক এলাকায় এরকম কারখানা থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঞা জানান, তাদের তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো এলাকা। তবে অগ্নিকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক বলতে পারেননি তারা।