লাউয়াছড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হনুমান ও গাড়িচাপায় উল্টোলেজি বানরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২২, ১০:১৮:৫০
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সড়কপথে বন্যপ্রাণী মৃত্যুরোধে বন বিভাগের কর্মসূচির ২৪ ঘণ্টার মধ্যেই আবারো একটি মুখপোড়া হনুমান ও উল্টোলেজি বানরের মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে পৃথক দুটি ঘটনায় রেসকিউ সেন্টারের কাছে বিদ্যুতায়িত হয়ে হনুমান ও দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় উল্টোলেজি বানর মারা যায়।
বন বিভাগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লাউয়াছড়ার বন্যপ্রাণী রেসকিউ সেন্টারের অদূরে একটি মুখপোড়া হনুমান রাস্তার পাশে মৃত দেখতে পাওয়া যায়। ওই হনুমানটির ২ দিনের একটি বাচ্চাও রয়েছে।
বন বিভাগের দাবি, হনুমানটি বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
অপরদিকে, একই দিন রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় একটি উল্টোলেজি বানরও মারা যায়। এ ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মীর্জা মেহেদী সারোয়ার দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত দুই বন্যপ্রাণী ও আহত হনুমানের বাচ্চাটি উদ্ধার করেন। বাচ্চাটিকে আহতাবস্থায় রেসকিউ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে মৃত বন্যপ্রাণী দুটিকে মাটিচাপা দেওয়া হয়।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মীর্জা মেহেদী সারোয়ার বলেন, বনের প্রাণী রক্ষায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারপরও বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে বনের ভেতরে দুটি প্রাণীর মৃত্যু হলো।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মুখপোড়া হনুমান ও বানরের মৃত্যুর পর সেগুলো উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে। আহত হনুমানের বাচ্চাটিকে রেসকিউ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ‘




