আগামী নির্বাচন নিরপেক্ষ ও ভয়মুক্ত হবে, আশা ব্রিটিশ হাইকমিশনারের
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ৬:২৯:৪৮
বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও ভয়মুক্ত পরিবেশে হবে, প্রত্যাশা ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের। রোববার অপরাহ্নে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
তিনি বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো সবাই অবাধ, ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।
হাইকমিশনার ডিকসন বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগ আকর্ষণের জন্যও স্বচ্ছ গণতন্ত্র ও অবাধ, ভয়মুক্ত পরিবেশে নির্বাচন প্রত্যাশিত। কারণ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের নিশ্চয়তা দেয়, যা বিনিয়োগের জন্য সহায়ক।
যুক্তরাজ্য-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে উপলক্ষে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।