সুরসম্রাজ্ঞীর শেষকৃত্যে অশ্রুসিক্ত ভক্ত-অনুরাগীরা
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ৮:০৪:০৪
শিবাজি পার্কে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা জ্ঞাপন শেষে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য শুরু হয়েছে। সেনাসদস্যরা ভারতের পতাকায় মোড়া লতা মঙ্গেশকরের মৃতদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানান। লতা মঙ্গেশকরের ভাইয়ের ছেলে আদিত্য মঙ্গেশকর তার মুখাগ্নি করবেন।
অগণিত ভক্ত, অনুরাগীর ভিড়ে শিবাজি পার্ক এখন জনসমুদ্র। ভক্ত-অনুরাগীদের অশ্রুতে ভারী হয়ে উঠছে পরিবেশ। শেষকৃত্য অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য মুম্বাই পুলিশ কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে শিবাজি পার্ক।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান। ভারতরত্ন লতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে বিকালেই তিনি মুম্বাই উড়ে যান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নিজ বাড়ি ‘প্রভুকুঞ্জ’ থেকে স্থানীয় সময় পৌনে ৬টার দিকে লতা মঙ্গেশকরের মৃতদেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। সবার প্রিয় লতা দিদি’র মৃতদেহ সেখানে পৌঁছানোর আগে থেকেই এই কোকিলকোণ্ঠীর জনপ্রিয় গানগুলো শিবাজি পার্কে বাজানো হচ্ছে।
লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ, রাজনীতিক, বলিউডের তারকারা একে একে শিবাজি পার্কে যান।
লতা মঙ্গেশকরের বোন ভারতের সংগীত জগতের আরেক কিংবদন্তি আশা ভোশলে, উষা মঙ্গেশকরসহ মঙ্গেশকর পরিবারের সদস্যরা শিবাজি পার্কে উপস্থিত ছিলেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এসিপি প্রধান শরদ পাওয়ার, গীতিকার জাভেদ আখতার, ড্রিম গার্ল হেমা মালিনী, বলিউড অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, গায়িকা অনুরাধা পাড়োয়ালসহ আরো অনেকে প্রিয় লতাদি’র মৃতদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।