প্রিন্স চার্লস রাজা হলে রানি হবেন ক্যামিলা
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ৭:১৮:৫১
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, প্রিন্স চার্লস যখন রাজা হবেন তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা তখন রানি কনসর্ট হিসেবে পরিচিত হবেন।
ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় রানি তার এই ইচ্ছার কথা জানিয়েছেন। এক বিবৃতিতে রানি বলেন, এটা তার ‘আন্তরিক ইচ্ছা’ যে ক্যামিলা পদবি থাকবে রানি (কুইন কনসর্ট)।
ব্রিটেনে ক্ষমতাসীন রাজার স্ত্রীকে বলা হয় ‘কুইন কনসর্ট’। সে কারণে স্বামী রাজা হওয়ার পর ক্যামিলার পদবি হবে ‘রানি ক্যামিলা’।
ধারণা করা হচ্ছিল, পরবর্তী সময়ে ক্যামিলা হয়তো প্রিন্সেস কনসর্ট হিসেবে পরিচিতি পাবেন। তবে হঠাৎ ব্রিটিশ রানির এমন ঘোষণায় ভবিষ্যতে ক্যামিলার রানি হওয়ার পথ প্রশস্ত হলো।
এদিকে রানির ছেলে প্রিন্স ওয়েলস সিংহাসনে আরোহণের ৭৫তম বার্ষিকীতে মা এলিবাবেথের প্রতি সম্মান জানিয়েছেন। স্ত্রী ডাচেস অব ক্যামিলাকে ‘কুইন কনসর্ট’ উপাধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। প্রিন্স চার্লস বলেছেন, তিনি ও তার স্ত্রী এটার ‘সম্মান সম্পর্কে গভীর সজাগ রয়েছেন’।
রানি এলিজাবেথ প্রথম কোনো ব্রিটিশ রানি যিনি ৭৫তম বার্ষিকী উদযাপন করছেন। তিনি ১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন।
চার্লস ও ক্যামিলা ২০০৫ সালে বিয়ে করেছিলেন। সেই সময় একটি রাজকীয় ঘোষণার মাধ্যমে জানানো হয়েছিল, ক্যামিলা প্রিন্সেস কনসর্ট হিসাবে পরিচিত হবেন। কিন্তু তিনি ধীরে ধীরে ভবিষ্যত রাজার অনুগত স্ত্রী হিসাবে প্রশংসা অর্জন করেছেন। এই আবহে রানি এলিজাবেথের এই ঘোষণা নিঃসন্দেহে ব্রিটিশ রাজপরিবারের জন্য বড় পদক্ষেপ।