বাংলাদেশ খয়রাতির জন্য এখন আর হাত পাতে না: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ৮:০৯:২৬
সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘বাংলাদেশ এখন আর খয়রাতি পাওয়ার জন্য হাত পাতে না। আমরা অগ্রিম সুদ দিয়ে ঋণ নেই, ঋণ দেওয়ার ক্ষমতাও আমাদের রয়েছে। আমাদের চার লাখ কোটি টাকা রিজার্ভ রয়েছে। এ জন্য আমাদের সাহস বেড়েছে। দেশ অর্থনৈতিকভাবে এগুয়নি, এমন নেতিবাচক কথা আমাদের শত্রুরাও বলতে সাহস পায় না। দেশে বিদেশে যারা অর্থনীতির খোঁজ রাখে, উন্নয়ন অগ্রগতির খবর নেয়, তারা সকলেই স্বীকার করে বাংলাদেশ এগিয়েছে।’
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় বেসরকারি উদ্যোগে করা জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাজেটের এক টাকাও সাহায্যের ওপর নির্ভর করে করা হয়নি। সব টাকার উৎস আমাদের নিজেদের। সরকারের মেগা প্রকল্প দেখে অনেকে হিংসা করছেন। পদ্মা সেতু নির্মাণের কাজ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন, অনেকে উপহাস করেছিলেন, বলেছিলেন সেতু নির্মাণ করতে পারবে না, দেশ দেউলিয়া হবে। তাদের হিসাব মেলেনি। দেশ দেউলিয়া হয়নি, বরং লক্ষ্য হাজার কোটি টাকা ব্যাংকে আছে। এই টাকা মানুষের কল্যাণে ব্যয় হবে। যেখানে মানুষের উপকার হবে, বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, ল্যাট্রিন, স্কুল, হাসপাতল, রেললাইনে ব্যায় করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জনতা চক্ষু হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।