এক বছরের প্রেম শেষে বিয়ের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২২, ১০:৫৭:৪৬
বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনুভা তিশা। ইতোমধ্যে হয়েছে বাগদানও। পাত্র সৈয়দ প্রিন্স আসকার। হাইভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত তিনি।
জানা যায়, শনিবার (১৫ জানুয়ারি) অভিনেত্রীর বনশ্রীর বাসায় বাগদান সম্পন্ন হয়েছে। এতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাগদান সেরেই রবিবার সকালে তিশা যোগ দেন সকাল আহমেদের ওয়েব ফিল্ম ‘হরিজন পল্লী’র শুটিংয়ে, রাজবাড়ীতে।
পাত্র প্রসঙ্গে তিশা বলেন, ‘‘আসকারের সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর আমরা প্রায় ফোনে কথা বলেছি। তিন মাস পর্যন্ত দুজন দুজনকে ‘আপনি’ করেই বলতাম। এরপর দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর দুজনেই সিরিয়াস হয়ে যাই। পরিবারকে জানালে তারা বিয়ের জন্য সম্মতি দেয়।’’
নিজের প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার যেহেতু দুটি মেয়ে রয়েছে, তাই আসকারের পরিবার বিষয়টি কীভাবে নেয়, সেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাদের মতামত আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা আমার সবকিছু ইতিবাচকভাবে নিয়েছেন। আসকারের বাবা নেই, মা আছেন। তিনি আমার বিষয়টি পুরোপুরি জেনেই মতটা দেন।’
বিয়ে নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘গতকাল আমার বনশ্রীর বাসায় বাগদান হয়। তখনই দুই পরিবারের সদস্যরা বিয়ের তারিখ নিয়ে কথা বলেন। আগামী ২ ফেব্রুয়ারি আমাদের আকদ (বিয়ে) হবে। এ সময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং আমার কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন। এরপর হবে বিবাহোত্তর সংবর্ধনা।’
তাসনুভা তিশা অনেক দিন ধরেই কাজ করছেন নাটক, ওয়েব ও বিজ্ঞাপনে। এরমধ্যে দারুণ আলোচনায় আসেন শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’-তে ঐশী চরিত্রে অভিনয় করে।