সিলেট-চট্টগ্রাম রুটে ফের পাখা মেলছে বিমান
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২২, ১১:০১:০৬
সিলেট-চট্টগ্রাম রুটে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
৮ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে দু’দিন সিলেট থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে যাবে বিমান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি থেকে সপ্তাহের শনি ও বুধবার এ ফ্লাইট চালু থাকবে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই দুই দিন সকাল সোয়া ১১টায় ফ্লাইট ছেড়ে সিলেট আসবে। পরে দুপুর ১টায় ওসমানী বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফ্লাইট ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশে। সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের সর্বনিম্ন ভাড়া পড়বে চার হাজার ২০০ টাকা।
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুরুতে ২০২১ সালের ১৭ মার্চ সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট শুরু হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে তা বন্ধ হয়ে যায়। এর আগেও একই রুটে ফ্লাইট চালু ছিল।