বিদ্যুৎ খরচের চাপে বন্ধ হচ্ছে বিশ্বের প্রথম ভাসমান সুইমিং পুল
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২১, ২:০৪:৩০
ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ১১৫ ফুট উঁচুতে ৮ ফুট দৈর্ঘ্যের ভাসমান সুইমিং পুলের। এবার অনেক টাকা খরচ করে নির্মিত সেই পুলই বন্ধ হতে চলেছে।
লন্ডনের সাউথ ব্যাঙ্কের বিলাসবহুল এলাকায় ভাসমান সুইমিং পুলটি গড়ে তোলা হয়েছে। তৈরি হওয়ার পর থেকেই এই সুইমিং পুল পর্যটকদের আকর্ষণ এবং চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল।
কিন্তু কর্তৃপক্ষ এখন বন্ধ করে দিতে চাইছেন।
জানা গেছে, পুলের পানি গরম রাখতে বিপুল বিদ্যুৎ খরচ হচ্ছে। বছরে প্রায় দুই কোটি টাকা বিল মেটাতে হচ্ছে। যা তাদের পক্ষে কুলনো সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই পুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে।