গোয়াইনঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২১, ৮:০৮:২০
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : চাঁদপুর থেকে সিলেটে বেড়াতে এসে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার সদর থানার জগন্নাথপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে ইউসুফ (৩০)। অপরজনের নাম সুহেল (২৮)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ‘তিন মোটরসাইকেলে করে ছয় বন্ধু চাঁদপুর থেকে জাফলং বেড়াতে আসছিলেন। পথে গুচ্ছগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে ঘটনাস্থলেই সুহেল নামে একজন মারা যান। এ সময় ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি আরও জানান, ইউসুফের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। সুহেলের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তাদের স্বজনরা লাশ নিতে আসছেন।