ছেলে হত্যার বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে মায়ের অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ৮:৩৯:৪৭
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে চুরির মিথ্যা অপবাদ দিয়ে ছুরিকাঘাতে মেহেদি হাসান রাব্বি হত্যার বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন মা।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাব্বি হত্যায় জড়িতদের ফাঁসির দাবির ব্যানার হাতে ঘণ্টাব্যাপী অবস্থান করেন রুফিয়া বেগম।
এ সময় রুফিয়া বেগম অভিযোগ করেন, মেহেদি হাসান রাব্বিকে চুরির অপবাদ দিয়ে সংঘবদ্ধভাবে ৪-৫ জন মিলে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় সব আসামি আদালত থেকে জামিন নিয়ে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে। তাই আসামিদের দ্রুত বিচার ও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান তিনি।
এর আগে ২০১৯ সালের ২৩ জুলাই ছাতক উপজেলার নোয়ারাই গ্রামে চুরির অপবাদ দিয়ে রাব্বিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। পরে সব আসামি আদালত থেকে আত্মসমর্পণ করে জামিন নেন।