সিলেটে ভ্যাট দিবস ও সপ্তাহের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২১, ৭:৫৬:৪৫
সিলেটে জাতীয় ভ্যাট দিবস-২০২১ এবং ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারো ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ দেশব্যাপী একই সঙ্গে পালিত হচ্ছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার।
সিলেট বিভাগে যারা সর্বোচ্চ মূসক প্রদানের জন্য পুরস্কৃত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও দেশের নাগরিক হিসেবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহবান জানান প্রধান অতিথি শাহীন আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়সহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক বলেন, ১৯৯১ সালের ১ জুলাই থেকে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা সূচিত হয়। সরকার এ দিনটির গুরুত্ব বিবেচনা করে ২০১৩ সালে প্রতি বছরের ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস’ এবং ১০-১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ’ উদযাপন করে আসছে।
তিনি জানান, করোনাকালেও বিগত বছরের মতো এবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উচ্চতর প্রবৃদ্ধির মূসক আদায় হয়েছে। সিলেটের ব্যবসায়ী এবং মূসক কর্মকর্তাদের সদিচ্ছার ফলে বিগত বছরগুলোর চেয়ে মূসক আদায় বৃদ্ধি পেয়েছে।
আলোচনা সভায় সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৮ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো- শ্রীমঙ্গলের রহমান ম্যানশনের মেসার্স সাদেক স্টোর, কুলাউড়ার উচলাপাড়ার খানম প্লাজার সাউথ সিলেট এন্টারপ্রাইজ, গোলাপগঞ্জের টিকরবাড়ির এলপি গ্যাস লিমিটেড, বিয়ানীবাজারের হাজী সোরাব আলী মার্কেটের আলিসা মটরস, সিলেটের পশ্চিম সুবিদবাজারের আনন্দ নিকেতন লিমিটেড, মাধবপুরের শাহজিবাজার মানিকপুরের চারু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হবিগঞ্জের কমার্সিয়াল এরিয়ার মেসার্স শরীফ ইলেকট্রনিক্স, সুনামগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডের পানসী রেস্টুরেন্ট।