মাউশি’র সহ-পরিচালক প্রতাপ চৌধুরী’র মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২১, ৯:১১:৫৮
স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র সিলেট অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক প্রতাপ চৌধুরী’র মাতা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হিলালপুর নিবাসী প্রয়াত পলাশ চন্দ্র চৌধুরীর স্ত্রী বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী যুথিকা রানী চৌধুরী (৭৯) পরলোকগমণ করেছেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর শিববাড়ি এলাকার জৈনপুরস্থ নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হয়। পরে আইসিইউতে নেয়া হলেও রাতেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ঐদিন রাতেই নগরীর শিববাড়িস্থ কিষনপুর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি এক পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, যুথিকা রানী চৌধুরী প্রায় ২০ বছরেরও অধিক সময় ধরে হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।
এদিকে, অধ্যাপক প্রতাপ চৌধুরী’র মাতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি এক বার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।