পাকিস্তানের জার্সি পরে স্টেডিয়ামে যাওয়াদের ক্ষমা চাইতে বললেন পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২১, ১০:২৮:৫৭
সুনামগঞ্জ প্রতিনিধি : যারা পাকিস্তানের জার্সি পরে এবং পতাকা হাতে স্টেডিয়ামে খেলা দেখতে যান- এটা আমাদের জন্য কলঙ্ক ও লজ্জাজনক কাজ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন। যারা এ কাজ করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা ও দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় এসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করায় এ সমাবেশর আয়োজন করা হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পশ্চিমারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো। কিন্তু গত ১২ বছরে বাংলাদেশের উন্নতি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে তারা। যে পাকিস্তান আমাদের শোষণ করে করাচি-ইসলামাবাদ গড়েছিল সেই পাকিস্তান অর্থনীতিতে আমাদের অর্ধেকও না। আমাদের প্রতিবেশী বিশাল ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। আর এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।’
তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ছাতক দোয়ারার উন্নয়ন করা হবে। ছাতকে সুরমা নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী পিছিয়ে থাকা এলাকার উন্নয়নে আন্তরিক। গরিবের উপকার হবে এমন সব প্রকল্প দ্রুত অনুমোদন দেন। নেত্রকোনা ও সুনামগঞ্জের মধ্য সড়ক যোগাযোগ তৈরি করতে হাওরে উড়াল সড়ক নির্মাণ করা হবে। প্রত্যন্ত হাওরবাসীর এর সুফল ভোগ করবেন।’
এম এ মান্নান আরও বলেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।’
ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী প্রমুখ।