৩ দিনের সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ঢাকায়
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২১, ১০:২৪:৫৬
৩ দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন বৃটিশ প্রধানমন্ত্রীর গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে উচ্ছ্বসিত গ্রান্ট। তবে বাংলাদেশের বাল্যবিয়ের উচ্চ হার নিয়ে গভীর হতাশা রয়েছে তার।
এক টুইট বার্তায় গ্রান্ট লিখেন- বাংলাদেশে ২৫ বছরের কম বয়সী অর্ধেকেরও বেশি নারীর ১৮তম জন্মদিনের আগে বিয়ে হয়ে যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।
দুপুরে তিনি জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। সফরকালে তিনি সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং বাংলাদেশি নারীদের সঙ্গে সিরিজ মতবিনিময় করবেন। একইসঙ্গে তাদের অভিজ্ঞতা ও শিক্ষার ক্ষেত্রে তারা যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছেন তা জানতে চাইবেন।