তাহিরপুরে দেড় মাস পর পাওয়া গেল জার্মান নারীর হারানো বিড়াল লিওকে
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ৭:২৪:৪১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : দেড় মাস আগে জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের হারানো বিড়াল লিওকে অবশেষে পাওয়া গেছে।
সোমবার (১৫ নভেম্বর) রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রায় পাড়া থেকে কয়েকজনের সহায়তায় রতন নামে এক যুবক লিওকে সুকৌশলে ধরে ফেলে। বিড়ালটি ধরতে গিয়ে রতন গুরুতর আহত হন। বিড়ালটি যে তার হারিয়ে যাওয়া লিও, তা জার্মান নারী জুলিয়া ওয়াসিমান নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালেই ঢাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরে এসে প্রিয় পোষা বিড়াল লিওকে গ্রহণ করেন জুলিয়া ওয়াসিমান। প্রিয় পোষা বিড়াল লিওকে পেয়ে অনেক খুশি তিনি, যারা একে উদ্ধার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এরপর সকালেই সুনামগঞ্জ থেকে ঢাকা গাড়ি বুকিং ঢাকায় দ্রুত চলে যান।
ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র ও জয় রায় জানান, ১ অক্টোবর টাংগুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন জুলিয়া ওয়াসিমান। সাথে ছিল তার প্রিয় লিও। ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ঘাটে হারিয়ে যায় লিও। পোষা বিড়ালটির সন্ধান চেয়ে তিনি সম্প্রতি অটোরিকশায় করে এলাকাজুড়ে মাইকিং করেন। তাহিরপুর বাজারেও ওই মাইকিং চলে। এ সময় ‘লিও’ ও ওয়াসিমানের কথোপকথনের রেকর্ড প্রচার করা হয়। উদ্দেশ্য ছিল, এই কথোপকথন শুনে লিও মাইকের কাছে চলে আসতে পারে। আগে আরো ছয়বার লিওর মতো বিড়াল গ্রামবাসী উদ্ধারের খবর পেয়ে জুলিয়া ওয়াসিমান ঢাকা থেকে তাহিরপুরে এসেছেন। তবে এদের মধ্যে কোনোটিই লিও ছিল না। তবে এবার আর ভুল হয়নি।
সোমবার রাতে বিড়ালটিকে দেখে রতন ও তার বন্ধুরা ধরার চেষ্টা করে। তবে তাদের তাড়া খেয়ে ভয়ে সেটি থানার পুকুরে ঝাঁপ দেয়। রতনও ঠান্ডা পানিতে ঝাঁপিয়ে পড়ে বিড়ালটি ধরে ফেলে। এসময় বিড়ালের কামড়ে তার হাতে একাধিক ক্ষতও তৈরি হয়। তারপর হাসপাতালে গিয়ে সে চিকিৎসা নেয়। উদ্ধারের পর বিড়ালটিকে খাঁচায় বন্দি করে রাতে তার বাসাতেই সযত্নে রাখা হয়।
রতন নামে ওই যুবক আরো জানান, এবার উদ্ধার হওয়া বিড়ালটি ‘লিও’ সেটা ছবি দেখে জুলিয়া নিশ্চিত করেছেন। লিওকে উদ্ধার করতে গিয়ে আমিসহ কয়েকজন আহত হয়েছি। গত কয়েক দিন ধরেই আমিসহ আমার বন্ধুরা অনেক চেষ্টা করে লিওকে সুকৌশলে আটক করে খাঁচায় রেখেছিলাম। আজ সকালে তা তাহিরপুর থানা পুলিশের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। পোষা বিড়াল লিওকে উদ্ধার করে তা ওই জার্মান নারীর হাতে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে।
তাহিরপুর থানা এসআই হাক্কানী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই জার্মান নাগরিকের পোষা বিড়াল লিও হারিয়ে যাওয়ার পর থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। তবে গতকাল রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা ও রায়পারা গ্রামের রতন কৌশলে আটক করেন। সকাল বিড়ালটিকে তার মালিকের জার্মান নারী (জুলিয়া ওয়াসিমান) হাতে তুলে দেয়া হয়েছে।