ক্ষমা চাইলেন দুধ দিয়ে গোসল করা সেই চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২১, ৮:৩০:০৪
ক্ষমা চেয়েছেন দুধ দিয়ে গোসল করা সেই নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর দুধ দিয়ে গোসল করেন আলমগীর আলম। গোসলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে সেটি ভাইরাল হয়। এ ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে আলমগীর আলম বলেন, ‘আমার আম্মা এবং চাচিরা পণ করেছিলেন, নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। নির্বাচনে বিজয়ের পেয়ে তারা আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলে নেন। গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করি। আবেগের বশে ভালো-মন্দ বিচার না করে এমন কাজ করার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’