কঙ্গনার পদ্ম সম্মান ফেরানোর দাবি জানিয়ে এবার রাষ্ট্রপতিকে টুইট!
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২১, ১১:৩৩:২৪
‘কঙ্গনার ভিক্ষের স্বাধীনতা’ মন্তব্য ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। জোরাল হচ্ছে গ্রেফতারের দাবি। সেই সাথে তার পদ্মশ্রীও ফিরিয়ে নেয়ার দাবি তুলছে বিরোধীরা। বুধবার সন্ধ্যায় এমন বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা রানাউত। তারপর থেকেই তার এ মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই।
ভারতের বিজেপি সংসদ সদস্য বরুণ গান্ধী থেকে এনসিপি নেতা নবাব মালিক, অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রীর বিরুদ্ধে। পাশাপাশি কংগ্রেস থেকে আম আদমি পার্টি কিংবা শিব সেনার মতো দলও গর্জে উঠেছে প্রতিবাদে।
কংগ্রেস নেতা আনন্দ শর্মা টুইটারে লিখেছেন, অবিলম্বে কঙ্গনাকে দেয়া পদ্ম সম্মান ফিরিয়ে নেয়া হোক। এই ধরনের পুরস্কার দেয়ার আগে মানসিক পরীক্ষা করে নেয়া দরকার, যাতে ভবিষ্যতে এইভাবে কেউ দেশ ও দেশের নায়ককে অসম্মান করতে না পারে। তার টুইটারে তিনি ট্যাগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে।
এদিকে আম আদমি পার্টির তরফে মুম্বাই পুলিশের কাছে একটি মামলা দায়ের করার আবেদন করা হয়েছে কঙ্গনার বিরুদ্ধে। আপ নেত্রী প্রীতি শর্মা মেননের অভিযোগ, কঙ্গনা যা বলেছেন তা উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী। এদিকে শিব সেনা নেত্রী নীলম গোরহের দাবি, অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু হোক।
উল্লেখ্য, ২০১৪ সালে নতুন করে ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই সময়কালকেই ইঙ্গিত করে ওই কথা বলেছিলেন বরাবরই গেরুয়া শিবিরের প্রতি দুর্বল সদ্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়া কঙ্গনা। দাবি করেছিলেন, ১৯৪৭ সালে দেশ স্বাধীনতা পায়নি। ওটা ছিল ভিক্ষা। প্রকৃত স্বাধীনতা এসেছিল ২০১৪ সালে।
ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও শেয়ার করে তাকে আক্রমণ করেন বিজেপি সংসদ সদস্য বরুণ গান্ধী। লেখেন, কখনো মহাত্মা গান্ধীর ত্যাগ ও তপস্যাকে অপমান, কখনো তার হত্যাকারীকে সম্মান। আর এবার শহিদ মঙ্গল পান্ডে থেকে শুরু করে রানি লক্ষ্মীবাঈ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আরো অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর বলিদানকে অবজ্ঞা। এটাকে পাগলামি বলব নাকি বিশ্বাসঘাতকতা?
সূত্র : সংবাদ প্রতিদিন