ভারত নিয়ে ‘চিন্তায়’ সালমা হায়েক!
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২১, ১:২২:৫৮
‘ডেসপারেডো’খ্যাত হলিউড অভিনেত্রী সালমা হায়েক ভারত ভ্রমণের ইচ্ছার কথা জানিয়েছেন। তবে নিজের মা ও মেয়েকে সঙ্গী করে এসে কোথায় কোথায় ঘুরবেন তা নিয়ে চিন্তিত তিনি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান সালমা।
সম্প্রতি মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ইটারনালস’-এ আছেন নন্দিত এ অভিনেত্রী। সিনেমাটি ৫ নভেম্বর ভারতে মুক্তি পায়। সালমা হায়েক ইন্ডিয়া টুডে’কে বলেন, ‘আমি শিগগিরই মা ও মেয়েকে নিয়ে ভারত ঘুরতে আসবো। তবে ভারতে এত এত পর্যটন এলাকা, কোথায় যাবো, কোন কোন জায়গায় বেড়ানো উচিত সেটা বাছাই করতে পারছি না। আমি সত্যিই চিন্তিত। কয়েকজনকে জিজ্ঞাসাও করেছি।’
‘ইটারনালস’-এর আরেকটি বড় চরিত্রে অস্কারজয়ী অ্যাঞ্জেলিনা জোলিও আছেন। তিনিও এর আগে ভারত মুগ্ধতার কথা জানিয়েছিলেন। তবে এমন বন্দনার আড়ালে উঁকি দেয় ভারতের বড় বাজার। হলিউডের ছবিতে ভারতীয় চরিত্র বা দৃশ্যের অন্তর্ভুক্তি এখন আর নতুন নয়। যেমনটা দেখা যাচ্ছে ‘ইটারনালস’-এ-ও। ছবিটির একটি দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলিউডের ‘নাচ মেরা হিরো’ গানটি।
‘ইটারনালস’ পরিচালনা করেছেন অস্কারজয়ী এশীয় নির্মাতা ক্লোয়ি ঝাও।
সূত্র: হিন্দুস্তান টাইমস