বিশ্ব বাজারে দেশি শিল্পের কদর বাড়াচ্ছে মেহেদীর পেইন্টবিট
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২১, ১:১৬:২৬
বাংলাদেশে তৈরি চিত্রকর্ম, কুটিরশিল্প ও হস্তশিল্পের অনলাইন প্ল্যাটফর্ম ‘পেইন্টবিটআর্টডটকম’। অনলাইন এ মার্কেটপ্লেসের কাজ শুরু করেছেন সিরাজগঞ্জের তরুণ উদ্যেক্তা মেহেদী হাসান আশিক। তার উদ্যোগে এ দেশের শিল্পকর্মের সঙ্গে ক্রমশ পরিচিত হচ্ছে বিশ্ব।সেইসঙ্গে এটি দেশের শিল্পী ও পিছিয়ে পড়া কারিগরদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেবলে জানান মেহেদী।
এক বছর আগে মেহেদী হাসান আশিকের নেতৃত্বে কয়েকজন তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ‘পেইন্টবিটআর্ট’ নামের এই অনলাইন মার্কেটপ্লেসটি।
পেইন্টবিটে বিক্রয়যোগ্য বিভিন্ন পণ্য সিরাজগঞ্জ শহরের গোশালা এলাকার বাসিন্দা মেহেদী হাসান আশিক। বি এল সরকারি উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পড়া শেষ করে এখন দেশের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়ছেন। একাধারে তিনি একজন উদ্যোক্তা, লেখক ও শিল্পপ্রেমী। কাজ করতে চান গবেষণা, উদ্যোগ, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন নিয়ে।
যমুনা পাড়ে বেড়ে ওঠা মেহেদী বলেন, আন্তর্জাতিক বাজারে আমাদের দেশের শিল্পকর্ম বিক্রির প্ল্যাটফর্ম বেশি নেই। অথচ বিশ্বব্যাপী শিল্পকর্মের চাহিদা বেড়ে চলছে। তাই এমন একটি প্লাটফর্মের প্রয়োজন ছিল যেখানে দেশের শিল্পীরা নিজে শপ খুলে শিল্পকর্ম বিক্রি করতে পারবেন খুব সহজে। এ ভাবনা থেকেই পেইন্টবিট আর্টের যাত্রা। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েও সংযুক্ত আছে এতে। অনলাইন শপ খুলে মুহূর্তেই যে কেউ তার শিল্পকর্মের ছবি আপলোড করতে পারবেন। এরপর কন্টেন্ট রাইটিং, এডিটিং, ডিজিটাল মার্কেটিং, পেমেন্ট ও কাস্টমার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রেতার ঘরে শিল্পকর্ম পৌঁছে দেওয়ার যাবতীয় কাজ আমাদের।
পেইন্টবিটে বিক্রয়যোগ্য বিভিন্ন পণ্যতিনি আরও বলেন, দেশে অনেক নারী রয়েছেন যারা নকশিকাঁথা, হস্তশিল্পের কাজ করেন। কিন্তু ঘরের কাজ যারা সামলান তাদের অনেকেই এসব প্ল্যাটফর্মের বিষয়ে জানেন না। পেইন্টবিটের মাধ্যমে তাদের পণ্যগুলোও বিক্রিতে সাহায্য করছি আমরা।