নিউইয়র্কে বিউটির একক কনসার্ট
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২১, ৭:৩০:৪২
নিউইয়র্কের কুইন্স থিয়েটারে অনুষ্ঠিত হলো কন্ঠশিল্পী বিউটি দাসের প্রথম কোনো একক কনসার্ট। গত ৩০ অক্টোবর মঞ্চে গড়ায় বিডি সাউন্ড অ্যান্ড ওয়ারফেয়ার আয়োজিত এই অনুষ্ঠানটি। এ সময় বাংলা ও হিন্দি মিলিয়ে মোট ২২টি গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী বিউটি দাস।
মঞ্চে নিজের কিছু গানের পাশাপাশি লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলে, রুনা লায়লা, আইয়ুব বাচ্চুর গান গেয়ে মুগ্ধ করেন তিনি। বিউটি বলেন,‘দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার হলেও এই প্রথম নিউইয়র্কে একক সঙ্গীতানুষ্ঠানে গাইলাম। সত্যিই এই আনন্দটা বলে বোঝানোর মতো না। এই অনুষ্ঠানের প্রস্তুতিতে দেশি-বিদেশি মিউজিশিয়ানদের সাথে টানা ১ মাস আমরা প্র্যাকটিস করেছি। এত অসাধারণ মিউজিশিয়ানদেও জন্যই পুরো শোটি এত দারুণভাবে সফল হয়েছে।’
অনুষ্ঠানে দেশের রক আইকন আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করেও ‘ঘুমন্ত শহরে’ গানটি পারফর্ম করেন বিউটি দাস। তার সঙ্গে মিউজিশিয়ান হিসেবে ছিলেন রাজীব (কি-বোর্ড), নাঈম (বেস), তুষার (ড্রামস), মিথুন (তবলা), সাইফুল মিঠু (কী-বোর্ড) রাসেল (ফ্লুট, সেক্সোফোন) ও নিবিড় (শব্দ প্রকৌশলী)।