বিসিবি সভাপতি পাপনকে ধুয়ে দিলেন সাবের হোসেন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২১, ৭:৩৪:৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ৮ ম্যাচ, ২ জয়, ৬ হার নিয়ে ঘরে ফিরছে তারা। দেশজুড়ে ও বিভিন্ন ক্রিকেটবোদ্ধারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দলের সমালোচনায় মুখর। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এক টুইটে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া সমালোচনা করেছেন।
তিনি টুইটের প্রথম অংশে লিখেছেন, ‘জনাব পাপনের (নাজমুল হাসান পাপন) অধীনে বাংলাদেশ এই নিয়ে ৪টি বিশ্বকাপ খেলে ফেলল। পারফরম্যান্স খারাপ থেকে খারাপতম হয়েছে। (বিসিবির) সবচেয়ে বেশি সময় কাটানো সভাপতি সবচেয়ে অযোগ্যও।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের চরম ব্যর্থতার সমালোচনা হচ্ছে দেশে-বিদেশে। খারাপ পারফরম্যান্সের জন্য কেউ দায়ী করছেন খেলোয়াড়দের। কেউ আবার সমালোচনা করছেন ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনার অভাবেই বাংলাদেশ দলের এমন করুণ অবস্থা বলে মনে করছেন অনেকে।
সবশেষ কড়া সমালোচনা নিয়ে হাজির হয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী। তিনি ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ক্রিকেট বোর্ডের প্রধান থাকার সময়েই টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ সাবের হোসেন চৌধুরী। বিসিবির সমালোচনা করতে গিয়ে সংগঠনটির বর্তমান সভাপতি নাজমুল হাসানের অধীনে বিশ্বকাপে (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) বাংলাদেশের পারফরম্যান্সের অবস্থা তুলে ধরেছেন সাবের।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটিতে ৮ উইকেটে হারার পর সাবের টুইট করে তার হতাশার কথা জানান।
টুইটের প্রথম অংশে সাবের লিখেছেন, ‘জনাব পাপনের (নাজমুল হাসান পাপন) অধীনে বাংলাদেশ এই নিয়ে ৪টি বিশ্বকাপ খেলে ফেলল। পারফরম্যান্স খারাপ থেকে খারাপতম হয়েছে। (বিসিবির) সবচেয়ে বেশি সময় কাটানো সভাপতি সবচেয়ে অযোগ্যও।’
সাবের তার টুইটের দ্বিতীয় অংশে লিখেছেন, ‘অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছেন।’ সাবের তার সমালোচনা শেষ করেছেন এই লিখে, ‘এটা দুঃখজনক যে আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’
Bangladesh ???????? has now played 4 World Cups under Mr Papon, things have gone bad to worse. Longest serving President has also been the most incompetent. Its always someone else’s fault as he has run our cricket to the ground. Shame that we have a shameless @BCBtigers. #T20WorldCup
— Saber H Chowdhury | সাবের হোসেন চৌধুরী (@saberhc) November 4, 2021