প্রতি সিনেমায় সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন সামন্থা
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২১, ৭:৩০:৪২
বিচ্ছেদের পর পারিশ্রমিক বাড়িয়েছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। এখন থেকে তাকে সিনেমা নিতে হলে ৩ কোটি রুপি দিতে হবে। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৩ কোটি ৪৬ লাখ টাকা।
ভারতীয় গণমাধ্যমের খবর সামান্থা এর আগে আড়াই আড়াই কোটি রুপি পারিশ্রমিক নিতেন। এখন এক কোটি রুপির মতো বাড়িয়েছেন তিনি।
সামান্থার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। ছবিটি বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও তবে ওটিটি প্লাটফর্মে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। এই প্রশংসার সুবাধেই পারিশ্রমিক বাড়ালেন এই দক্ষিণী সুন্দরী।
কিছুদিন আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন সামান্থা। বিচ্ছেদের পর সিনেমা থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেণ। নতুন পারিশ্রমিক সেট করে আবার অভিনয়ে ফিরছেন তিনি।
সামান্থা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শকুন্তলাম’‘অভিযানা শকুন্তলাম’ ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’।