জার্মানি থেকে ফিরতে হচ্ছে ৮৬০ বাংলাদেশিকে
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২১, ১১:১৪:০৪
জার্মানিতে অবস্থান করা ৮৬০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরে আসতে হচ্ছে।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইউরোপে অবৈধভাবে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের ফেরত নেওয়ার অংশ হিসেবেই জার্মানি থেকে ৮৬০ জনকে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি আরও জানান, কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ইউরোপে অবস্থানন করছে। তাদের জার্মানি থেকে ফেরত নিয়ে আসতে হচ্ছে। ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার জন্য বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১৮ সালে একটি স্ট্যান্ডার্ড অব প্রসিডিওর সই করে। সেই প্রসিডিওর অনুযায়ীই তাদের ফেরত আনা হচ্ছে।
২০০৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৬২ হাজার বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছেন বলে ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফ্রন্টেপের দেওয়া তথ্য থেকে জানা গেছে।