ফেরি উদ্ধারে ৫০ ডুবুরি পাটুরিয়া ঘাটে
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২১, ৬:২৮:৫১
অর্ধডুবন্ত ফেরি আমানত শাহ উদ্ধারে অনুসন্ধান শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। ৫০ সদস্যের ডুবুরি দল নামিয়েছে তারা পাটুরিয়া ঘাটে। সব মালামাল এলে মূল কাজ শুরু করা হবে। তিন থেকে চারদিনের মধ্যেই ফেরিটি উদ্ধার করতে পারবে।
জেনুইন এন্টারপ্রাইজের ডুবরি দলেন প্রধান আব্দুর রহমান জানান, চট্টগ্রাম থেকে সোমবার সকালেই পাটুরিয়া ঘাটে আসেন তাদের ডুবুরি দলের সদস্যরা। এরপর বেলা সাড়ে ১২টার দিকে প্রাথমিক অনুসন্ধান কাজ শুরু করেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে নদীপথে তাদের নিজস্ব ছয়টি উইন্স বার্জে করে ছয়টি পল্টুনসহ ছয় ইঞ্চি ওয়্যার আসছে। প্রতিটি পল্টুন ৪০০ টন ওজন তুলতে সক্ষম। উদ্ধার কাজের অন্যান্য মালামাল বোঝাই ট্রাক আসছে সড়ক পথে। ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে ছয়টি বার্জ আসার পর। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে বিআইডব্লিউটিএ’র উদ্ধার কাজের জন্য প্রাথমিক চুক্তি হয়েছে। তাদের সব ইকুইপমেন্ট এলে তারা ফেরি তোলার কাজ শুরু করবে।
ফেরিটি তুলতে কী পরিমাণ টাকা ব্যয় হবে জানতে চাইলে তিনি বলেন, জেনুইন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ দুই কোটি টাকা ডিমান্ড করেছে। আলোচনা করে উদ্ধার কাজের ব্যয় নির্ধারণ করা হবে।