পুত্র সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পপি!
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২১, ৯:৪৩:৩৩
জনপ্রিয় চিত্রনায়িকা পপি দীর্ঘদিন ধরেই আড়ালে। পপি আড়ালে চলে যাওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসার করছেন। এদিকে শোনা গেল, গত ২৮ অক্টোবর, বৃহস্পতিবার পুত্র সন্তানের মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি পুত্র সন্তানের মা হন। অসমর্থিত একাধিক সূত্র পপির মা হওয়ার খবর জানালেও পপির ঘনিষ্ঠ কেউ এ বিষয়ে মন্তব্য করেননি ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘আমি শুনেছি পপি পুত্র সন্তানের মা হয়েছেন। যদিও ডাক্তারের দেয়া নির্ধারিত তারিখ ছিল আগামী ৫ নভেম্বর। তার আগেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।’
এদিকে পপির মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ১৯৯৭ সালে চিত্রনায়িকা হিসেবে আবির্ভাব ঘটে পপির। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন পপি।