দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৯৪
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২১, ৬:১৯:৩৯
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন মারা গেছেন। এছাড়া নতুনভাবে শনাক্ত হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৪৭ জন। আর মোট ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনের মধ্যে ভাইরাসটি ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদফতর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে।
২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ২৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত করোনায় তিন জন করে নারী-পুরুষ মারা গেছেন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মৃত পুরুষের সংখ্যা ১৭ হাজার ৮৩০ জন, আর নারীর সংখ্যা ১০ হাজার ১৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭১-৯০ বছরের মধ্যে দুই জন, ৬১-৭০ বছরের মধ্যে দুই জন, ৫১-৬০ বছরের মধ্যে একজন আর ৩১-৪০ বছরের মধ্যে একজন।
মৃত ছয় জনের মধ্যে ঢাকা বিভাগের চার জন, বাকি দুই জন চট্টগ্রাম বিভাগের। এদের মধ্যে সরকারি হাসপাতালে চার জন এবং বেসরকারি হাসপাতালে মারা গেছেন দুই জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৭ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৪৩৫টি। আর পরীক্ষা করা নমুনার সংখ্যা ১৯ হাজার ৫৩৫টি। এখন পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ১ হাজার ৫৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ৯৯ হাজার ১২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ২ হাজার ৫৮১টি।
গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।