সিলেট-তামাবিল সড়ক ৬ লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২১, ৬:৫৮:২৮
সিলেট-তামাবিল সড়ক ৬ লেনে উন্নীতকরন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ অক্টোবর) ঢাকা-সিলেট ও ঢাকা-তামাবিল উভয় মহাসড়কে পৃথক এসএমভিটি লেনসহ ৬-লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। একই সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর সেতুর উদ্বোধন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সিলেটের সড়কগুলো ছয় লেনে উন্নীত করার ফলে দারুণ কিছু সুযোগ আসবে। রাস্তাটা হয়ে গেলে যে যোগাযোগটা বাড়বে, তার জন্য আমাদের দেশের বিশেষ উন্নতি হবে। আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কেও বাংলাদেশ যুক্ত হওয়ার সুযোগ পেয়ে যাবে।’
শেখ হাসিনা বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হয়। সেটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, দুই পাশে ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেনসহ ছয় লেনের সড়কটি দুটি প্রকল্পের মাধ্যমে ঢাকা-সিলেট এবং সিলেট-তামাবিল অংশে বাস্তবায়ন হবে। সড়কটি সাসেক (সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন) রোড করিডরের অংশ।
দুই প্রকল্পের মধ্যে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ‘সাসেক ঢাকা-সিলেট করিডর-৬ লেন সড়ক উন্নয়ন প্রকল্প’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। ১৬ হাজার ৯১৮ কোটি ৫৯ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এ সড়কের কাজ শেষ হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এতে ঋণ দিচ্ছে।
মোট ছয়টি প্যাকেজে এ কাজ শেষ হবে। এরই মধ্যে দুটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। দীর্ঘপথে যাত্রার ক্লান্তি দূর করতে যাত্রী ও চালকদের বিশ্রামের জন্য ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে দুটি আধুনিক সার্ভিস এরিয়া নির্মাণ করা হবে।
আর গত ১ সেপ্টেম্বর সিলেট-তামাবিল মহাসড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করে একনেক। ৫৬ কিলোমিটারের এ সড়কে ৩ হাজার ৫৮৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয় হবে। এতে ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।
২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এ অংশের কাজ শেষ হবে। এরই মধ্যে টেন্ডার ডকুমেন্টের কাজ শেষ হয়েছে। ডিজাইন রিভিউয়ের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে।