শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২১, ৭:৫১:১৬
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর মোল্লাহাটি গ্রামে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ওই শিশুরা হলো- মোল্লাহাটি গ্রামের মাছুম মিয়ার মেয়ে নাছিমা বেগম (৬) ও মারুফ মিয়ার মেয়ে ফারহানা বেগম (৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফারহানা ও নাছিমা বাড়ির উঠানে খেলতে বের হয়। একপর্যায়ে তারা পাশের বেতখালী নদীতে পড়ে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুই বোনকে মুমূর্ষু অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্যামনগর গ্রামের ইউপি সদস্য মো. ইকবাল হোসেন বলেন, গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের দাফনের প্রস্তুতি চলছে।