শাবির নৃবিজ্ঞান বিভাগের দায়িত্ব নিলেন অধ্যাপক জাকারিয়া
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২১, ১:২৩:৩২
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক আ ফ ম জাকারিয়া। আগামী তিন বছর তিনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন। শনিবার (১৬ অক্টোবর) ১৪তম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ মজুমদার তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক জাকারিয়া বলেন, নৃবিজ্ঞানের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে অ্যাকাডেমিক ও গবেষণা কাজের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করবো। বিভাগ থেকে শিক্ষার্থীদের সব ধরনের মানসিক ও মানবিক সহায়তা দানেরও চেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করতেও বিভাগ কাজ করবে বলে জানান তিনি।
বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঠকর্ম, ইন্টার্নশিপ ও থিসিস করার ক্ষেত্রে নিয়মিত আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হবে। দায়িত্বে থাকাকালে গবেষণা, জব সেক্টর ও উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছর সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক সম্মেলন, বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনসহ জার্নাল প্রকাশের বিষয়ে আরও আন্তরিক প্রচেষ্টা চালানো হবে।
এ সময় উপস্থিত বিভাগের অধ্যাপক মো. মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক ড. মনযুরুল হায়দার, সহকারী অধ্যাপক মো. শাহজাহান মিয়া, প্রভাষক সেলিম মিয়া, নাবিলা কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক আ ফ ম জাকারিয়া ২০০৪ সালে শাবির নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০২০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। ইতোপূর্বে তিনি শাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য, সহকারী প্রক্টর এবং শাবি ক্লাবের সাধারণ সম্পাদক, বিভাগের ছাত্র উপদেষ্টা, নৃবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।