লন্ডনে বেড়ে ওঠা ইমরান উঁচিয়ে ধরতে চান বাংলাদেশের পতাকা
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২১, ৯:১৬:৫৪
সিলেটি বাবা-মার সন্তান ইমরানুর রহমান। জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। তবে শিকড়ের টানে দেশে ফিরেছেন। স্বপ্ন তার বড়। বাংলাদেশের অ্যাথলেটিকসে আলো ছড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা তার। লাল-সবুজ জার্সি গায়ে অংশ নিতে চান এসএ গেমসে। যেখানে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে দেশের সম্মান বাড়ানোর লক্ষ্য ২৮ বছর বয়সী অ্যাথলেটের।
যুক্তরাজ্যে পড়ালেখার পাশাপাশি শুরুতে স্কুল পর্যায়ে শুরু করেন ফুটবলের চর্চা। এরপর ১৬-১৭ বছর বয়সে অ্যাথলেটিকসে নাম লেখান ইমরান। বর্তমানে তিনি ব্রিটিশ একটি ক্লাবের হয়ে নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতায়।
তার আগের রেকর্ড অনেকটাই আশাজাগানিয়া। ২০১৪ ও ২০১৬ সালে ব্রিটিশ ইউনিভার্সিটি ইনডোর অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৬০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন। সময় নেন ৬.৬৮ সেকেন্ড। ২০২১ সালে লি ভ্যালি অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় স্থান অর্জন করতে সময় নেন ১০.২৭ সেকেন্ড।
আর আজ (শনিবার) বিকেএসপির ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে ১০.৪০ সেকেন্ড সময় নিয়েছেন। ৬০ মিটার শেষ করেন ৬.৫০ সেকেন্ডে। দুটোই হ্যান্ড টাইমিংয়ে। যেখানে নেপালের এসএ গেমসে সবশেষ মালদ্বীপের হাসান সাইদ ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন।
দুই বছর আগে অ্যাথলেটিকস ফেডারেশনে যোগাযোগ করলেও করোনাভাইরাসের কারণে সংযোগটা সেভাবে হচ্ছিল না। এবার ঢাকায় এসেই বিকেএসপিতে ট্রায়াল দিয়েছেন। সেখানে সবার মন জয় করে নিয়েছেন ইমরান।
অ্যাথলেটিকস ফেডারেশন ইমরানকে নিয়ে সংবাদ সম্মেলনও করেছে। সেখানে ইমরান আশার কথা শুনিয়েছেন, ‘আমার হৃদয়ে বাংলাদেশ। লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা হলেও বাংলাদেশের প্রতি ভালোবাসাটা বেশি। তাই লাল-সবুজ দলের হয়ে এসএ গেমসসহ অন্য প্রতিযোগিতায় অংশ নিতে চাই। আমার যে টাইমিং তাতে দেশের হয়ে সোনা কিংবা রুপা জেতা সম্ভব।’
তবে ইমরানকে এখনই জাতীয় দলে সুযোগ দিতে চাইছে না অ্যাথলেটিকস ফেডারেশন। জাতীয় অ্যাথলেটিকসে আগে নিজেকে প্রমাণ করতে হবে, তারপর বিবেচনায় আসবেন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘ইমরানের ট্র্যাক রেকর্ড ভালো। আশাজাগানিয়া টাইমিং। আজ ও ট্রায়ালে ভালো করেছে। তাকে নিয়ে আমরা আশাবাদী। তবে এর আগে জাতীয় প্রতিযোগিতায় ইমরানকে ভালো করতে হবে। তারপর জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।’