জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২১, ৯:১৩:২২
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু দলটির নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে জাপার চেয়ারম্যান জি এম কাদের তাকে মহাসচিব পদে নিযুক্ত করেন।
জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে মুজিবুল হককে নতুন মহাসচিব করার কথা জানিয়ে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আজ এক সাংগঠনিক আদেশে দলের কো-চেয়ারম্যান মো. মুজিবুল হককে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১)ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ ৯ অক্টোবর ২০২১ থেকে কার্যকর হবে।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু গত ২ অক্টোবর ইন্তেকাল করায় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব পদ শূন্য হয়েছিল।
নতুন মহাসচিব মুজিবুল হক কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ছিলেন। তিনি মোট পাঁচ বার এমপি নির্বাচিত হয়েছেন।