দিরাইয়ে নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২১, ৮:০৫:১৬
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ের পানিতে ডুবে নিখোঁজ শিশু সুমাইয়ার (৯) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার পর ডুবে যাওয়া জায়গাতেই তার লাশ ভেসে উঠতে দেখেন স্বজনরা। পরে পরিবারের লোকজন ভাসমান লাশ উদ্ধার করে দাফনের জন্য গ্রামের বাড়ি সিলেট শহরতলীর টুকের বাজার নিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর ২টার পরে দুই শিশুর সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সুমাইয়া। সুমাইয়া সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিয়ের অনুষ্ঠান উপলক্ষে টুক দিরাই গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে সুমাইয়া। বৃহস্পতিবার নানার বাড়ির দুই মেয়ের সাথে কালনী নদীতে গোসল করতে যায় সে। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, নিখোঁজ সুমাইয়ার ভাসমান লাশ উদ্ধারের পর দাফন করার জন্য পরিবারের লোকজন গ্রামের বাড়ি সিলেটে নিয়ে গেছেন।