শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচন চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২১, ১০:৩৯:৩৬
মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় ৫৮ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চা শ্রমিক নেতা প্রেমসাগর হাজরা পেয়েছেন ৩৩ হাজার ৯৬ ভোট।
বৃহস্পতিবার এ ভোট গ্রহণ হয়। শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হওয়ায় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ শুভেচ্ছা জানান।
এদিকে, আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী প্রেমসাগর হাজরা ও আফজাল হক ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব গত ২১ মে মারা গেলে তার পদটি শূন্য হয়।