১৩ বছর পর দিনমজুর তৈয়বুর হত্যায় একজনের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২১, ৯:৩৬:৫৬
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে দিনমজুর তৈয়বুর রহমান হত্যা মামলায় লুৎফুর রহমান (৩৫) নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে মিজানুর রহমান (৩৭) নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত লুৎফুর রহমান সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত কুদরত উল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে আদর্শ গ্রাম এলাকায় খালাতো ভাই লুৎফুর রহমানের হাতে খুন হন তৈয়বুর রহমান। এ ঘটনায় নিহতের বোন সিতারুন বেগম বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তদন্ত করে লুৎফুর ও মিজানুরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
সাক্ষ্য-প্রমাণ শেষে লুৎফুর রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জমিরানা করা হয়েছে। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় মিজানুর রহমানকে বেকুসর খালাস প্রদান করেন। হত্যার ঘটনার পর থেকে লুৎফুর রহমান পলাতক।