লাউয়াছড়ার বনভূমি উদ্ধার ও বৈদ্যুতিক তারে কাভার লাগানোর দাবি
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২১, ৭:১৫:৩৯
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনভূমি উদ্ধার ও বনের ভেতর দিয়ে চলে যাওয়া বৈদ্যুতিক তারে নিরাপত্তা আবরণ (কাভার) লাগানোর দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্পের সম্মুখে জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জের আয়োজনে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘আমরা প্রকৃতিকে বাঁচাবো আগামী প্রজন্মের জন্য’ এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, কিছুদিন আগে জাতীয় দৈনিক দেশ রূপান্তরে লাউয়াছড়া বনের বনভূমি অবৈধভাবে দখল করার বিষয়ে প্রতিবেদন হয়েছে।
তারা বলেন, বনভূমি একটা অংশ অবৈধভাবে দখল করা হয়েছে। এসব ভূমি দখলমুক্ত করতে হবে।
বক্তারা বলেন, বনের ভেতর দিয়ে চলে যাওয়া ৩৩ হাজার কেভি বৈদ্যুতিক লাইন বন্যপ্রাণীর জন্য হুমকি। বিগত ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে এ বনের ভেতরের চলে যাওয়া তারে নিরাপত্তা আবরণ লাগাতে হবে।
জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহাদ মিয়ার সঞ্চালনায় ও সভাপতি মঞ্জুর আহমেদ মান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দীন, অ্যাডভোকেট সানোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা আহ্বায়ক আ স ম সালেহ সোহেল, সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাহীন আহমেদ, সাজিদুর রহমান সাজু, আব্দুস শুকুর, সাজু মারছিয়াং, আব্দুল হামিদ, সালাহ্উদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, এসকে দাশ সুমন, নির্মল এস পলাশ প্রমুখ।





