ওসমানীনগরে থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২১, ৬:৫৭:১১
সিলেটের ওসমানীনগরে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে থেমে থাকা ট্রাকে অবস্থানরত দু’জনের মৃত্যু ঘটে।
আজ রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাস্তার পাশে একটি ট্রাক থেমে ছিলো। এসময় পেছন থেকে দ্রুতগামী আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনে আলাপরত দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তারা হলেন সিলেটের গোলাপগঞ্জের কামরুল ইসলাম ও খুলনার সোনাডাঙ্গার হানিফ উল্ল্যাহর ছেলে ইদ্রিস আলী। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পেছন থেকে ধাক্কা মারা ট্রাকটি রেখে পালিয়ে গেছে চালক। ট্রাক দুটি হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।