দুর্দান্ত মোস্তাফিজ, তবুও হারলো রাজস্থান
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৫:২১
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোস্তাফিজের রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩৩ রানের জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তুলে দিল্লি। জবাব দিতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান করেছে রাজস্থান।
চলতি আইপিএলে রাজস্থানের হয়ে দুর্দান্ত ফর্মে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। স্থগিত হওয়ার আগে ৭ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। ফিরতি পর্বে পাঞ্জাব কিংসের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও ১৯তম ওভারে ৪ রান দিয়ে রাজস্থানকে ম্যাচে রেখেছিলেন। শেষ ওভারে কার্তিক ত্যাগী ২ রানে জয় এনে দেন রাজস্থানকে। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দাপুটে বোলিং করেছেন মোস্তাফিজ।
প্রথম ৩ ওভারে মোস্তাফিজ দেন মাত্র ১৩ রান। ইনিংসের শেষ ওভারে দেন ৯ রান। মোস্তাফিজের চার ওভারের স্পেলে কোন বাউন্ডারি হাঁকাতে পারেনি দিল্লির ব্যাটসম্যানরা। ২২ রানে ২ উইকেট নিয়ে রাজস্থানের সেরা বোলার মোস্তাফিজ। তার দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রানে থামে দিল্লি।
মোস্তাফিজ আলো কাড়লেও জয় ছিনিয়ে নিতে পারেনি রাজস্থানের ব্যাটাররা। ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারেই তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে বসে রাজস্থান। আউট হওয়ার আগে লিয়াম লিভিংস্টোন ১, জয়সওয়াল ৫ এবং ডেভিড মিলার করেন ৭ রান।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। স্যামসন ছাড়া দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন শুধুই ল্যামলর। তিনি করেছেন ১৯ রান। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে দলের পরাজয়ের ব্যবধান কমান স্যামসন। তার ৫৩ বলের ৮টি চার ও এক ছক্কায় গড়া ৭০ রানের সুবাদে ১২১ রান করতে সক্ষম হয় রাজস্থান।