মরণোত্তর দেহদানপত্রে সই করলেন কবীর সুমন
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮:২৩
মানুষের জন্য বাঁধেন গান; এবার মানুষের জন্যই নিজেকে উৎসর্গ করলেন কবীর সুমন। ওপার বাংলার জীবনমুখী গানের খ্যাতিমান এ গায়ক মরণোত্তর দেহদান করেছেন।
গতকাল (২২ সেপ্টেম্বর) এই সংক্রান্ত নথিপত্রে সই করেন তিনি। স্বাক্ষর করা পত্রের ছবি ফেসবুকেও শেয়ার করেছেন কবীর সুমন।
বরাবরই সোচ্চার এই গায়ক সেই ক্যাপশনে লেখেন, ‘মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই – গতকাল, ২২,০৯,২১ সন্ধ্যে।’
এমন পোস্টে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন। একজন লিখেছেন, ‘কতটা মহান হলে এই অসম্ভব কাজ করা সম্ভব! ও মাবুদ, তুমি তো এভাবেই থাকো।’
আরেকজন ভক্ত মন্তব্য করেন, ‘মন খারাপ করা ভালো কাজ।’
গত জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েক দিন ভর্তি ছিলেন কবীর সুমন। এখন তিনি সুস্থ। সুযোগ পেলে গানচর্চাতেও মেতে উঠছেন এই ‘গানওয়ালা’। এখন ব্যস্ত আছেন বাংলা রাগ নিয়ে।
এদিকে, পূজাতে মুক্তি পেতে চলেছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। আলোচিত এই সিনেমার সংগীত পরিচালকের দায়িত্বে আছেন কবীর সুমন।