হবিগঞ্জ সদরে বড় ভাইদের হামলায় আনসার সদস্য নিহত, আটক ৪
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২১, ৯:৫২:৩৪
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইদের হামলায় সঞ্জব আলী নামে এক আনসার সদস্য নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পইল ইউনিয়নের দালানহাটি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সকালে হাসপাতালে সঞ্জব আলীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
স্থানীয়রা জানায়, তৈয়ব আলী ও আঞ্জব আলীর সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের ছোটভাই সঞ্জব আলীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে মঙ্গলবার রাতে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে সঞ্জব আলীসহ পাঁচজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সঞ্জবের উপর হামলা চালান তারা। গুরুতর আহত সঞ্জব বুধবার বেলা ১১টার দিকে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, স্থানীয়রা সংঘর্ষ নিয়ন্ত্রণ করে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সঞ্চব আলীর মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাদের মধ্যে তৈয়ব আলী পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি।
ওসি মাসুক বলেন, ‘তৈয়ব আলী হাসপাতালে থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। তিনি সুস্থ হলেই মূল কারণ জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।’