‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করল যুক্তরাজ্য
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১:৩৮:৫৯
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। আগামী ২২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি নাগরিকরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।
শুক্রবার রাতে এ তথ্য জানা গেছে।
গত ৬ সেপ্টেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সে বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের জোরালো টিকাদান কর্মসূচি ও কোভিড সংক্রমণের হার ৯ দশমিক ৮২ শতাংশে কমে আসা এবং সাত হাজারের বেশি ব্রিটিশ-বাংলাদেশির আটকে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশকে রেড লিস্টভুক্ত দেশের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত যুক্তরাজ্যের।
ওই সময় বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রেড লিস্ট থেকে সরানো হলো বাংলাদেশের নাম।
এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ চারটি দেশের নাম রেড লিস্টে রাখে যুক্তরাজ্য। করোনাভাইরাসের নতুন ধরনের ছড়িয়ে পড়া ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।