চুনারুঘাটে ভারতীয় ৫০ বস্তা চা পাতা জব্দ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২১, ৭:৫৫:৪৮
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসা ৫০ বস্তা চা পাতা জব্দ করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর ও রহমতাবাদ গ্রাম থেকে বস্তাগুলো জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চুনারুঘাট থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে এ বস্তাগুলো জব্দ করে।তবে এতে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে চা পাতা আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় চানপুর ও রহমতাবাদ গ্রাম থেকে পঞ্চাশ বস্তা চা পাতা জব্দ করা হয়।
তিনি আরও জানান, বস্তাগুলোর বেশিরভাগই ভারতীয়। কয়েকটি বাংলাদেশি বস্তা থাকলেও সেগুলোর বৈধ কাগজপত্র নেই। কিছু বস্তায় ৫০ কেজি আবার কোনটিতে ৬০ কেজি চা পাতাও রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা হবে।