রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২১, ৭:৩৬:৩৫
রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য কমনওয়েলথ দেশগুলোর সহায়তা চেয়েছে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি জোটের মধ্যে আন্তঃবাণিজ্য, ভ্যাকসিনের সহজলভ্যতা ও জলবায়ু পরিবর্তন মোকবিলার আহবান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য কমনওয়েলথ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ভূমিকার প্রশংসা করেন।
রোহিঙ্গাদের কেন ফেরত পাঠানো যাচ্ছে না সে বিষয়ে বৈঠকে সবাইকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে ভাসানচরে স্থানান্তরের বিষয়টিও জানান তিনি। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য কমনওয়েলথের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে গত মঙ্গলবার গায়ানার ওপর কমনওয়েলথ মিনিস্টেরিয়েল গ্রুপের বৈঠক হয়, যেখানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সভাপতিত্ব করেন।