সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:২৩:০৩
সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদীন। বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব নেন। এর আগে বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে সিলেট জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীনকে নব-নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। জয়নাল কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান গত ২ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর দুই সপ্তাহের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন জয়নাল আবেদীন। বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর তিনি প্রয়াত লুৎফুর রহমানের কবর জিয়ারত করেন।