সিলেটে এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২১, ৮:২০:১৫
সিলেটের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকার বেশি লুট করেছে একটি ডাকাত দল।
রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে শেরপুর নতুন বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথে এ ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বিবিসিকে বলেন, শেরপুর নতুন বাজারে ইউনুস ম্যানশনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি শাখা আছে। নিচতলায় তাদের একটি এটিএম মেশিন আছে।
তিনি বলেন, ‘রবিবার ভোর রাতে ওই এটিএম বুথের গার্ডকে বেঁধে রেখে এটিএম ভেঙে টাকা লুট করা হয়েছে।’
স্থানীয়রা ভোরে গার্ডকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেয় বলে জানান ওসি।
এটিএম বুথ থেকে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করা হয়েছে বলে ব্যাংক কর্মকর্তারা অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
এ ঘটনায় ব্যাংকের একজন কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, টুপি ও মাস্ক পরে চার ব্যক্তি বুথে ঢুকে নিরাপত্তা কর্মীকে বেঁধে টাকা লুট করেছে।
বুথের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।