নারীদের ৭০০ অন্তর্বাস চুরি, গ্রেপ্তার ৫৬ বছরের চোর
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২১, ৯:৪২:৪৩
একটা দুটো নয়, ৭০০ অন্তর্বাস চুরির দায়ে জাপানে গ্রেপ্তার করা হয়েছে ৫৬ বছরের এক ব্যাক্তিকে। বিভিন্ন লন্ড্রি থেকে তিনি নারীদের এই অন্তর্বাসগুলো চুরি করেন।
তেতসুয়ো উরাতা নামের ওই অন্তর্বাস চোর সম্প্রতি এক লন্ড্রি থেকে ৬ জোড়া প্যান্টি চুরি করতে গিয়ে ধরা পরেন। এরপরই বেড়িয়ে আসে তার অন্তর্বাস চুরির ইতিহাস। এ খবর দিয়েছে টাইমস নাউ নিউজ।
খবরে বলা হয়, ধরা পড়ার পরে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সেখানে গিয়ে পাওয়া যায় ৭৩০টি অন্তর্বাস। তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে পুলিশ। সেখানে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন।
তার বাড়িতে পাওয়া অন্তর্বাসের ছবি অনলাইনে শেয়ার করেছে পুলিশ।
এতে দেখা গেছে, বাড়ির মেঝেতে শত শত অন্তর্বাস বিছানো রয়েছে। এরপরই ওই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তাতে নানা রকম মজার মজার মন্তব্য করছেন নেটিজেনরা।
এর আগেও জাপানে অন্তর্বাস চুরির একটি ঘটনা সামনে এসেছিল। তাকাহিরো কুবো নামের এক ইলেক্ট্রিশিয়ান ৪২৪টি অন্তর্বাস চুরি করেছিলেন। এরমধ্যে ছিল কিশোরীদের সুইমস্যুট। যুক্তরাষ্ট্রেও একজনকে অন্তর্বাস চুরির দায়ে গ্রেপ্তার হতে হয়েছিল।