দক্ষিণ আফ্রিকায় গোলাপগঞ্জের যুবককে গুলি করে হত্যা
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৬:৫২
দক্ষিণ আফ্রিকায় হাফিজ আব্দুল আহাদ (৩০) নামে সিলেটের গোলাপগঞ্জের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে (আফ্রিকার সময় ভোর ৬টায়) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মেহেদী হাসান।
নিহত যুবক উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামের সজীব আলীর ছেলে।
মেহেদী হাসান জানান, আব্দুল আহাদ দোকানের মালামাল কিনতে আরেক প্রবাসী ব্যবসায়ীকে নিয়ে নিজ শহর ভল মারেস্টার্ড থেকে প্লাস্টকে শহরে যাওয়ার পথে ডাকাতরা তাদের গাড়ির চাকায় গুলি করে। এরপর গাড়ি থামলে আহাদকে গুলি করে সঙ্গে থাকা টাকা নিয়ে চলে যায় ডাকাতরা। ঘটনাস্থলেই আহাদ নিহত এবং তার সঙ্গে থাকা ব্যবসায়ীও গুলিবিদ্ধ হন।