জগন্নাথপুরে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫২:৪৭
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে সালমান মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের শরিয়ত উল্লার ছেলে সালমান মিয়া। রোববার রাত ১১টার দিকে নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগান। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, দুই মাস পূর্বে সালমান মিয়া বিয়ে করেছিলেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।