হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:০৮:৩৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এরশাদ আলী (২৮) নামে এক রেল কর্মচারী নিহত হয়েছেন।
বুধবার রাত ১টার দিকে সিলেট চট্টগাম রেললাইনের মাধবপুর উপজেলার ইটখোলা রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী উপজেলার গুলাহরা গ্রামের তাজু মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের নিচে কাটা পড়েন রেল কর্মচারী (ওয়েসম্যান) এরশাদ আলী।
খরব পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।